
মহানগর ডেস্ক: সংসদ ভবনের ক্যান্টিনে খাবারে ভতুর্কি বন্ধের ঘোষণা করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটিতে থাকা সব দলের সদস্যরা এদিন সর্বসম্মতভাবে ভর্তুকি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
এতদিন সংসদেই ক্যান্টিনে খাবারে ভতুর্কি পেতেন সাংসদরা। যদিও, খাবারে ভতুর্কি তুলে দেওয়ার দাবি উঠেছিল বছর দু’য়েক আগে। এবার সেই দাবিতেই সিলমোহর দিলেন লোকসভার স্পিকার। ভতুর্কি উঠে যাওয়ায় এবার নির্ধারিত দামেই সংসদের ক্যান্টিন থেকে খাবার কিনতে হবে সাংসদদের।
সংসদে ২৯ জানুয়ারি থেকে অধিবেশন শুরু হবে। সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে অধিবেশন। লোকসভার কাজকর্ম চলবে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত হবে।
যদিও, এতদিন পর্যন্ত বছরে সংসদ ভবনের পরিসরে থাকা ক্যান্টিনে ১৭ কোটি টাকার ভর্তুকি দেওয়া হত। ফলে অনেকটাই সস্তায় খাবার কিনতে পারতেন সাংসাদরা।