sports news

মহানগর ওয়েবডেস্ক: করোনা আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হল চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ। হু করোনা ভাইরাসকে বিশ্বজনীন মহামারী বলে ঘোষণা করার পরে শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। আগামী সপ্তাহে দুই লিগের কোনও খেলাই হবে না বলে জানানো হয়েছে। এছাড়া ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে প্রিমিয়ার লিগও।

উয়েফার তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইউরোপে কোভিড-১৯’এর সংক্রমণের ফলে উয়েফা সব ধরনের ক্লাব টুর্নামেন্ট আগামী এক সপ্তাহের মতো স্থগিত করে দেওয়া হল। এর ফলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ, ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ও উয়েফা ইউথ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপাতত পিছিয়ে দেওয়া হল। ওই ম্যাচগুলি কবে হবে তা পরে জানানো হবে।’

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগও ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই কারণে। সেই সঙ্গে বন্ধ রাখা হচ্ছে ফুটবল লিগ কাপ, উইমেন্স সুপার লিগও। শেষ কয়েকদিন ধরে হঠাৎ করেই ইংল্যান্ডের একাধিক ক্লাবের স্টাফদের মধ্যে অনেকেরই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষ্মণ দেখা দিয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

এর পাশাপাশি চলতি মার্চের শেষে ডেনমার্ক ও ইতালির বিরুদ্ধে ইংল্যান্ডের ফ্রেন্ডলি ম্যাচ খেলা ছিল। সেই খেলাও আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সকল দর্শকরা ওই ম্যাচের টিকিট কেটেছিলেন, তাঁদের টিকিট মূল্য ফেরত দেওয়া হবে। এই প্রসঙ্গে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ইংল্যান্ডে সব ধরনের পেশাদারী ফুটবল খেলা আপাতত স্থগিত রাখা হল। সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ৪ এপ্রিল থেকে ফের লিগ চালু হবে। তবে মেডিক্যাল পরামর্শ নেওয়ার পরেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here