world cup news

মহানগর ওয়েবডেস্ক: করোনার চিকিৎসায় বিদেশের একাধিক স্টেডিয়াম অস্থায়ী হাসপাতালে বদলে গেছে। কিন্তু এবার স্টেডিয়াম বদলে গেল অস্থায়ী জেলে। আর এই ঘটনা ঘটেছে ভারতে, খাস চণ্ডীগড় শহরের বুকে।

লকডাউন অমান্য করে রাস্তায় বেরোলেই বেধড়ক মারছে পুলিশ। গোটা দেশ জুড়েই বিক্ষিপ্ত ভাবে এই চিত্র ধরা পড়েছে। আর চণ্ডীগড়ের পুলিশ ‘কারফিউ’-এর নিয়ম ভঙ্গকারীদের নিয়ে গিয়ে তুলছে বিখ্যাত সেক্টর ১৬ স্টেডিয়ামে। এটাই এখন অস্থায়ী জেল। গত মঙ্গলবার থেকেই এই ঘটনা ঘটছে। এই প্রসঙ্গে সরকারি এক কার্যকর্তা সংবাদসংস্থা আইএএনএসে বলেছেন, “আমরা সেক্টর ১৬ স্টেডিয়াম ছাড়াও মানজিমারা স্পোর্টস কমপ্লেক্সকে অস্থায়ী জেলে রূপান্তরিত করেছি। যারা লকডাউনের নিয়ম মানবে না তাদের এখানেই রাখা হবে।”


১৫.৩২ একর জুড়ে বিস্তৃত সেক্টর ১৬ স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। দেশের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব থেকে শুরু করে চেতন শর্মা, যোগরাজ সিং, যুবরাজ সিং ও হরভজন সিংরা এখানে প্র্যাকটিস করতেন এক সময়। ২০০৭ সালে শেষবার ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই ৩০,০০০ আসন বিশিষ্ট মাঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here