kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: গতকালই চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমের নাগাল পেয়েছে ইসরো৷ এদিন ইসরো তাদের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে এক বার্তায় বলেছে, বিক্রমের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে ইসরো৷ ইসরো প্রধান কে শিবান সংবাদমাধ্যমকে বলেছেন, বিক্রম হার্ড ল্যান্ডিং করেছে৷ ল্যান্ডারের থার্মাল ইমেজ পাওয়া গেছে৷ সোমবার শিবান বলেন, লুনার অর্বিটার যে ছবি পাঠিয়েছে, তাতে দেখা গেছে ল্যান্ডারের কোনও ক্ষতি হয়নি৷ ইসরো আধিকারিকরা বলেন, ল্যান্ডারের কোনও ভাঙা অংশ দেখা যায়নি৷ এটা ওল্টানো অবস্থায় রয়েছে৷ এর সঙ্গে সংযোগ স্থাপন খুবই জটিল ব্যাপার৷

এক আধিকারিক বলেন, সব ঠিক থাকলেও ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন প্রায় অসম্ভব বলা যায়৷ যদি সব যন্ত্র ঠিকভাবে কাজ করে তাহলেই একমাত্র যোগাযোগ স্থাপন করা যাবে৷ শুক্রবার গভীর রাতে এটি চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ের কথা ছিল৷ কিন্তু চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার ওপরে এটা ট্রান্সমিশন বন্ধ করে দেয়৷ ভরাত ইতিহাস তৈরির দোড়গড়ায় এসে আর শেষ রক্ষা হল না৷ ল্যান্ডারের সফট ল্যান্ডিং হলে আমেরিকা, রাশিয়া ও চিনের পর চাঁদের মাটি স্পর্শ করে চতুর্থ দেশ হিসেবে ভারত নিজের নাম লিখে নিত৷ বিশ্বের কাছে চাঁদের এই অংশ অজানা৷ ফলে ভারত এমন একটা উদ্যোগ নিয়েছিল, যা আগে কোনও দেশ করেনি৷
যোগাযোগ স্থাপি

ত হলেই বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ জানা যাবে বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। ঠিক কী ঘটেছিল ল্যান্ডিংয়ের সময়ে, জানা যাবে ল্যান্ডারের তথ্য বিশ্লেষণ করেই। রবিবার শিবান জানিয়েছেন, শীঘ্রই বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপিত করা যাবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here