ডেস্ক: বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী আর কে পচৌরির বিরুদ্ধে শনিবার যৌন নিগ্রহের চার্জ গঠন করল দিল্লি আদালত। ২০১৫ সালে দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইন্সটিটিউটের এর প্রাক্তন ডিজি পচৌরির বিরুদ্ধে যোউউন নিগ্রহের অভিযোগ করেছিলেন তাঁরই এক প্রাক্তন সহকর্মী। তখন থেকেই সেই মামলার চলছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চারু গুপ্তা মূলত পচৌরির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারায় চার্জ গঠন হয়েছে। শ্লীলতাহানির চেষ্টা, যৌন ইঙ্গিতমূলক আচরণ সহ অশালীন শব্দ ব্যবহার করে নিগৃহীত করার অভিযোগ তুলে ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারায় চার্জ গঠন করা হয়েছে।
এদিন আদালতে উপস্থিত হয়ে পচৌরি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। শুধু তাই নয় তিনি বলেন, দীর্ঘ চার বছর ধরে চলা এই মামলায় তাঁকে একভাবে আদালতে উপস্থিত থাকতে হচ্ছে। যা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি মামলার দ্রুত শুনানির আবেদন করেন। তিনি বলেন, এই মামলা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে তাঁকে এই কয়েক বছরে। এরপরই অভিযোগকারিণী শনিবারও সংবাদমাধমে একটি বিবৃতি দিয়ে জানান, এই মামলার পরবর্তী শুনানি আগামী বছরের চৌঠা জানুয়ারি। ওই দিনই অভিযোগকারিণীর বয়ান রেকর্ড করা হবে এবং তাঁকে জেরাও করতে পারবেন পচৌরির আইনজীবী বলে শনিবার নির্দেশ দেন বিচারক।