ডেস্ক: আশঙ্কা ছিলই, আর সেই আশঙ্কাকে সামাল দিতে নিরাপত্তার কোনও খামতি রাখেনি নির্বাচন কমিশন। তবে সেসবের ফাঁক গলে ফের মাও হামলার ঘটনা ঘটল ছত্তিসগড়ে। ভোট চলাকালীন নিরাপত্তারক্ষী ও মাওবাদীদের গুলির লড়াইয়ে গুরুতর জখম হলেন ২ কোবরা কম্যান্ডোর।
ছত্তিসগড়ে ভোট শুরুর একেবারে শুরুতে দান্তেওয়াড়াতে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। তাকে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। মাও আতঙ্ক ভুলে ভিড় জমছিল ভোট কেন্দ্রগুলিতেও। এরপর দুপুর ১২টা ২০ নাগাদ মাওবাদীরা হামলা চালায় বিজাপুরের পামড এলাকায়। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ছড়া হতে থাকে গুলি। মাওবাদীদের ছোরা গুলিতে গুরুতর আহত হন ২ নিরাপত্তারক্ষী। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। পাশাপাশি মাওবাদীদের পাল্টা জবাব দিতে শুরু করেছে নিরাপত্তারক্ষীরাও। মাওবাদীদের দমন করার জন্য আরও বাহিনী বিজাপুরে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, মাও অধ্যুষিত ছত্তিসগড়ে সোমবার শুরু হয়েছে প্রথম দফার ১৮ আসনের নির্বাচন। যার মধ্যে অধিকাংশ আসনই অতি স্পর্শকাতর। এদিকে মাও হামলার আতঙ্কে দুপুর ১২ টা পর্যন্ত ছত্তিসগড়ে ভোট পড়েছে ২১.৫৩ শতাংশ।