kolkata bengali news

মহানগর ওযেবডেস্ক: অনুবাদের হাস্যকর রূপ দেখা গেল চেন্নাই বিমানবন্দরে৷ প্রখ্যাত অভিনেত্রী সাবানা আজমির হাত ধরে যা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল৷ হিন্দি থেকে ইংরেজীর এই অনুবাদ দেখে হাসি চেপে রাখতে পারছেন না নেটিজেনরা৷ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ট্রোলও৷

সাবানা আজমি চেন্নাই এয়ারপোর্টের ছবিটি পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে৷ ছবিটিতে দেখা যাচ্ছে বিমানবন্দরের একটি বোর্ডে লেখা রয়েছে, ‘ইটিং কার্পেট স্ট্রিকলি প্রোহিবিটেড’৷ যা আসলে হতো ‘ইটিং অন কার্পেট স্ট্রিকলি প্রোহিবিটেড’৷ যার মানে মাটিতে বিছানো কার্পেটে বসে খাবার খাওয়া নিষিদ্ধ৷ তবে ছবিতে লেখা বাক্যের মানে দাঁড়াচ্ছে, কার্পেট খাওয়া নিষিদ্ধ৷ অনুবাদের এই নমুনা এখন রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ বলিউডের প্রখ্যাত অভিনেত্রী সাবানা আজমি এই ছবিটি পোস্ট করার পর লেখেন- ‘সত্যিই’?

ছবিটি পোস্ট করার পর কম লাইক কোড়াননি তিনি৷ এখনও অবধি প্রায় সাড়ে তিন হাজার মানুষ লাভ রিয়াক্ট দিয়েছে ছবিটিতে৷ কমেন্ট করেছেন ২৫৩ জন৷ তবে এই প্রথম নয় যে এমন অনুবাদে ভয়ঙ্কর সব মানে তৈরি হয়েছে৷ এর আগেও বহুবার এধরণের কাণ্ডের সাক্ষী থেকেছে সোশ্যাল মিডিয়ায়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here