ডেস্ক: ফের দুর্ঘটনার কবলে ভারতীয় নৌসেনার চেতক হেলিকপ্টার। মান্ধাতার আমলের সামরিক উপকরণ ব্যবহার করে আগেও কুফল ভুগতে হয়েছে ভারতীয় নৌসেনাকে। গত সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে আরব সাগরের জলে নামানো হয় চেতককে।
জরুরি অবতরনের কারণে হেলকপ্টারটি পুরোপুরি নষ্ট হয়ে যায় কিন্তু চালকরা সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে। নৌসেনা সূত্রে খবর, মাঝ আকাশে হঠাৎ করে কপ্টারের মধ্যে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে যায়। ফলে অবতরন করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না চালকদের কাছে। তাঁরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কপ্টারটিকে আরব সাগরের জলে নামিয়ে দেন এবং বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আদেশ দিয়েছে বায়ুসেনা।
উল্লেখ্য, ২০১৮ সালের অগাস্ট মাসে কেরলে হওয়া ভারি বর্ষণের সময়ে উদ্ধারকারী দল এই চেতকে করে উদ্ধারকাজে নামে। এছাড়া ২০১৮ সালের অক্টোবর মাসে তামিলনাড়ুর রজালি নৌসেনা ঘাঁটির কাছে আচমকাই ভেঙে পড়ে চেতক হেলিকপ্টার। সৌভাগ্যবশত এই দুর্ঘটনাতেও কারোর প্রাণহানি হয়নি। হেলিকপ্টারে ৩ জন সওয়ার থাকলেও চপারটি রোটার এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়ে যায়।