kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: জেলে বন্দি থাকলে কী হবে৷ তাঁর তীক্ষ্ম নজর রয়েছে মোদী সরকারের প্রতিটি কার্যকলাপের দিকে৷ কোনকিছু না পছন্দ হলেই সঙ্গে সঙ্গে দেন টুইট ঠুঁকে দেন তিনি৷ ইনি পি চিদাম্বরম৷ দেশের প্রাক্তন অর্থমন্ত্রী৷ যিনি এখন দুর্নীতির দায়ে তিহার জেলে বন্দি৷ হাউস্টনের মঞ্চে দাঁড়িয়ে নমো বলেছিলেন, ভারতের সব ভালো আছে৷ ব্যাস এই নিয়েও মোদীকে তীব্র খোঁচা দিয়ে ফের টুইট করলেন চিদাম্বরম৷

টুইটে তিনি লেখেন, “ভারতে সব ভাল আছে। শুধু কর্মসংস্থানের সুযোগ নেই, মানুষ কাজ হারাচ্ছে, মজুরি কম, গণপিটুনির ঘটনা ঘটে চলেছে, কাশ্মীর স্তব্ধ হয়ে রয়েছে, আর বিরোধী নেতাদের জেলে বন্দী করে রাখা হয়েছে”৷ তিহাড় জেলে বন্দী চিদম্বরমকে এ দিন সকালে দেখতে যান কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তার পরই এই টুইট করেন চিদম্বরম। তাঁর কথায় স্পষ্ট যে দেশের অর্থনীতির যখন এমন বেহাল দশা, বহু মানুষ বেকারত্বের গ্রাসে পড়ছে তখন দেশবাসীর দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্যই এত আড়ম্বর মোদী সরকারের৷

হাউস্টনের মঞ্চে মোদীর বক্তৃতায় গণতন্ত্রের অবক্ষয়, অসহিষ্ণুতা, বেহাল অর্থনীতির নামগন্ধও ছিল না। কিন্তু ভারতের বৈচিত্র, নানা ভাষা, নানা মত, নানা পরিধানের কথা বলে, বৈচিত্রকেই ভারতের বিশেষত্ব এবং জোরের জায়গা বলে তুলে ধরেনি তিনি৷ আর সেটিকেই নিশানা করে টুইট করেন চিদাম্বরম৷ টুইটে শুধু দেশের কথাই নয় উঠে এসেছে তাঁর নিজস্ব আর্তিও৷ তিনি মোদী সরকারের বিরোধীতা করে এসেছেন বলে তাঁকেও ফাঁসানো হয়েছে বলে জানান চিদাম্বরম৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here