
মহানগর ডেস্ক: নয়া কৃষি বিলের বিরুদ্ধে দিল্লি সীমানা বরাবর বেশ কয়েকমাস ধরেই কৃষক আন্দোলন চলছে। নতুন এই কৃষি বিল নিয়ে কৃষকদের অভিযোগ শোনা এবং কেন্দ্রের সঙ্গে মধ্যস্থতার জন্য দেশের শীর্ষ আদালত নিযুক্ত কমিটি নিয়ে চর্চা চলছে বিভিন্ন মহলে। কমিটির সবাই কৃষি বিলের পক্ষে, এমন অভিযোগ তুলেছেন আন্দোলনরত কৃষক নেতারা। বিতর্ক আরও বাড়িয়ে কমিটির এক সদস্য ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। এ বার এই বিষয় নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে। এই ধরনের কমিটি নিয়ে ‘বোধগম্যতার অদ্ভুত অভাব’ রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে কোনও বিষয় নিয়ে কেউ ব্যক্তিগত মতামত জানালে তা কমিটি থেকে বহিষ্কারের কারণ হতে পারে না।
এ দিন ফৌজদারি মামলার দ্রুত বিচারের জন্য দায়ের হওয়া একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানির সময় বিচারপতি এই বিষয়টি তোলেন। সেখানে তিনি বলেছেন, ‘‘আমরা দেখছি বোঝাপড়ায় একটা সমস্যা হচ্ছে। আপনি যদি একটি কমিটি গড়েন এবং তাঁদের যদি নিজস্ব মতামত থাকে, তার মানে এই নয় যে তাঁদের কমিটিতে রাখা উচিত নয়।’’ অতীতে ব্যক্ত করা মতামতের ভিত্তিতে কাউকে অযোগ্য বলে দেওয়া যায় না বলেও মনে করেন প্রধান বিচারপতি। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘‘কোনও বিষয়ে কারও ব্যক্তিগত মত ব্যক্ত থাকলে তিনি কমিটিতে থাকার অযোগ্য হয়ে যান না।’’