Parul

মহানগর ডেস্ক: আরও একবার গবেষণা করতে চেয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। করোনা ভাইরাসের উৎস সন্ধানের জন্য চিনের বাজারে নামতে চেয়েছিলেন বিজ্ঞানীরা। কিন্তু সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ‘আর সময় নষ্ট করার প্রয়োজন নেই।’

ads

করোনা ভাইরাসের উৎপত্তি এখনও ধোঁয়াশায় ঘেরা। ২০১৯-এর ডিসেম্বরে চিনের উহানে প্রথম এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছিল। কিন্তু কোভিড-১৯ সেখানে কী করে এসেছিল বা প্রকৃতি উৎস কী, সে ব্যাপারে স্পষ্ট কোনও উত্তর নেই ২২ জুলাই ২০২১-এও। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার কাঠগড়ায় তুলেছিলেন চিনকে। সম্প্রতি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে পরীক্ষা করার ব্যাপারে সায় দিয়েছেন।

ভাইরাস ছড়িয়ে পড়ার প্রসঙ্গে রয়েছে একাধিক মত। যার মধ্যে অন্যতম, উহানের ল্যাব থেকে বহির্জগতে এর আগমন। যদিও শি জিন পিং- এর সরকার এই সম্ভাবনাকে খারিজ করে দিয়েছে বারংবার। ‘হু’র প্রতিনিধিরা ইতিমধ্যে চিন থেকে একবার ঘুরে গিয়েছেন। দ্বিতীয়বারের জন্য আসতে চেয়ে অনুমতি চাওয়া হয়েছিল চিন সরকারের কাছে।

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সহ-সভাপতি জেং ইয়েক্সিন বলেছেন, ‘উৎস সন্ধান সংক্রান্ত এরকম কোনও প্রস্তাবকেই আমরা মান্যতা দেবো না। আশা করবো হু বিষয়টি বিবেচনা করে দেখবে। এবং আমাদের দেশের বিজ্ঞানী কী বলছেন সেটাও সমানভাবে গ্রহণ করবেন। আশা করি এই গবেষণা কোনও রাজনৈতিক উদ্দেশ্যে করা হবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here