national news

মহানগর ওয়েবডেস্ক: ভারতের সঙ্গে চিনের সীমান্তে সংঘাতের পরিস্থিতি নিয়ে উত্তেজনা বাড়ছে বৈ কমছে না৷ এরই মধ্যে নয়া ভুখন্ডের দাবি তুলে সরব হল চিন৷ এবার তাদের নিশানায় ভুটানের পূর্ব সেক্টর৷ তবে এক্ষেত্রে কূটনৈতিক মহলের মতে দিল্লির বন্ধু বলে পরিচিত থিম্পুকেও নেপালের মতো নিজেদের দলে টানতে চিনের এই নয়া চাল৷

বেজিং বিবৃতি দিয়ে জানিয়েছে, ভুটানের পূর্ব, মধ্য এবং পশ্চিম সেক্টর নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের সঙ্গে মতান্তর রয়েছে৷ শুধু তাই নয়, ভারতের নাম না করেই চিন রীতিমতো হুঁশিয়ারির সুরে জানিয়েছে, তাদের সঙ্গে ভুটানের বিবাদে যেন কোনও তৃতীয়পক্ষ হস্তক্ষেপের চেষ্টা না করে৷ এদিকে চিনের এই নয়া চালের নেপথ্যে অন্য ছবিই দেখতে পাচ্ছেন কূটনৈতিক মহল৷ তাদের মতে, ভুটানের পূর্ব সেক্টর সীমান্তে রয়েছে অরুণাচল প্রদেশ। যা বেজিং ধারাবাহিক ভাবে দাবি করে যাচ্ছে৷ যদিও এই বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না নয় দিল্লি৷ তবে বিষয়টি ষথেষ্ট তাত্পর্যপূর্ণ ভারতে কাছে৷

এদিকে ভুটানি সংবাদপত্র ‘দ্য ভুটানিজ’-এর সম্পাদক তেনজিং লামসাং ট্যুইটারে দাবি করেছেন, পূর্ব সেক্টর নিয়ে চিনের সঙ্গে তাঁদের কোনও বিবাদই নেই৷ তিনি লিখেছেন, ‘১৯৮৪ সাল থেকে চিনের সঙ্গে সীমান্ত নিয়ে ২৪টি বৈঠকে শুধুমাত্র দু’টো এলাকা নিয়েই বিবাদের নিষ্পত্তি হয়নি৷ তার মধ্যে ভুটানের পশ্চিম অংশে ২৬৯ বর্গ কিলোমিটার এবং উত্তরমধ্য ভুটানের ৪৯৫ বর্গ কিলোমিটার এলাকা রয়েছে৷ প্রতিটি বৈঠকের সিদ্ধান্তেই দু’পক্ষ সই করেছে৷ কোনও বৈঠকেই ভুটানের পূর্ব অংশ নিয়ে কোনও দাবি তোলেনি চিন৷

ফলে মনে করা হচ্ছে এই বিবাদ যেন চিনের নতুন আমদানি৷ পাশাপাশি এই পন্থা অবলম্বণ করে ভারতের ওপর আরও চাপ সৃষ্টি করতে চাইছে চিন, এমনটাই মনে করা হচ্ছে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here