Home Latest News এপ্রিলের পয়লাতেই মহাবিপর্যয় পৃথিবীতে ?

এপ্রিলের পয়লাতেই মহাবিপর্যয় পৃথিবীতে ?

0
এপ্রিলের পয়লাতেই মহাবিপর্যয় পৃথিবীতে ?
Parul

ডেস্ক: ভয়ঙ্কর বিপর্যয় ধেয়ে আসছে পৃথিবীতে৷
আগামী পয়লা এপ্রিলের কাছাকাছি সময়ে নিয়ন্ত্রণহীন চিনের একটি মহাকাশ কেন্দ্র ভেঙে পড়তে চলেছে পৃথিবীতে৷ এমনই হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা৷ এক বিবৃতিতে তারা জানিয়েছে, চরম উত্তাপের কারণে ওই মহাকাশ কেন্দ্রটির প্রায় পুরোটাই পুড়ে যাবে৷ তাইয়ানগং ওয়ান নামে ওই মহাকাশ গবেষণাকেন্দ্রটি সম্ভবত সমুদ্র না হয় পৃথিবীর কোনও জায়গায় ভেঙে পড়বে৷ তবে এতে মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা কমই থাকবে৷ জার্মানির ডার্মস্টাডের ইএসএ মহাকাশ জঞ্জাল বিশেষজ্ঞ এ কথা জানিয়েছেন৷ সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, মহাকাশ উড়ানের ষাট বছরের ইতিহাসে ছ হাজারটি নিয়ন্ত্রণহীন বস্তু,যার মধে বেশির ভাগই সাটেলাইট, রকেট রয়েছে৷ ওই উচ্চ প্রযুক্তির সরঞ্জামের টুকরোগুলির নব্বই শতাংশের ওজন একশো কিলো ও তার বেশি৷ একমাত্র একটি ক্ষেত্রেই মানুষকে আঘাত করেছিল ওই টুকরো৷ তবে আহত হওয়ার মতো সেই আঘাত ছিল না৷ তবে যাই হোক, এবার চিনের নিয়ন্ত্রণহীন মহাকাশ কেন্দ্র ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন শুরু হয়েছে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here