china- india army kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ভারতীয় ভূখণ্ডে ফের ঢুকে পড়ল চিনের লালফৌজ৷ তবে এবার আর বেশিক্ষণ থাকতে পারল না তারা৷ ভারতীয় সেনার সাহসের সামনে পিছু হটতে বাধ্য হল লালফৌজ৷ লাদাখের পাংগং লেকের কাছে বুধবার চিন ও ভারতীয় সেনা মুখোমুখি হয়েছিল৷ দুই পক্ষের মধ্যে প্রথমে তীব্র বাদানুবাদ হয়েছিল৷ দুই পক্ষই সেনা বাড়িয়েছিল৷ পরে দুই দেশের সেনা প্রতিনিধিরা বৈঠক করে উত্তেজনা প্রশমিত করেছিলেন৷ চিনের লালফৌজ সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়েছিল৷

চিনের দীর্ঘদিনের দাবি পাংগং লেকে দুই তৃতীয়াংশ তাদের৷ এই নিয়ে ভারতের সঙ্গে ঝামেলা প্রায়ই হয়৷ চিন লাগোয়া ভারতীয় ভূখণ্ডকে জোর করে অধিকার করার জন্য প্রায় প্রকৃত সীমান্ত রেখা(এলএসি) অতিক্রম করে এদিন লাদাখে ঢুকে পড়েছিল লালফৌজ৷ সে’সময় টহল দিচ্ছিল ভারতীয় সেনা বাহিনীর একটি দল৷ চিনা সেনাদের প্রথম তাঁরাই পথ আটকান৷

আগামী ১০-১২ অক্টোবর ভারত সফরে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিং পিং৷ চেন্নাইয়ের কাছে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হবে৷ বৈঠকে বাণিজ্য ও সীমান্তে শান্তি নিয়ে মূলত দুই রাষ্ট্রনায়কের মধ্যে আলোচনা হবে৷ এমনিতে কাশ্মীর ইস্যুতে  পাকিস্তানকে সমর্তন করায় চিনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কিছুটা হলেও চিঁড় ধরেছে৷এই পরিস্থিততে অক্টোবরে দুই দেশের প্রদানদের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here