kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: সিদ্ধার্থ শ্রীবাস্তব পিল্লি৷ হায়দরাবাদে একটি সফটওয়ার কোম্পানিতে ডেটা সায়েন্টিস্টের পদে কর্মরত৷ এতে অবাক হওয়ার মতো কিছু নেই৷ কিন্তু আপনি তখনই অবাক হবেন যখন এনার বয়স আপনি জানতে পারবেন৷ মাত্র ১২ বছর বয়সে এই অসাধ্য সাধন করেছে সিদ্ধার্থ নামে এই বালক৷ সপ্তম শ্রেণীর এই ছাত্রের অসামান্য মেধার জন্য নিজেদের ডেটা সায়েন্টিস্টের পদে তাকে বেছে নেয় মন্টাইনে স্মার্ট বিসনেস সলিউশন৷

শ্রী-চৈতন্য টেকনো স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সিদ্ধার্থ শ্রীবাস্তব পিল্লি৷ এত কম বয়সেই কোডিং এর প্রতি গভীর অনুরাগ তাঁর৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সিদ্ধার্থ জানায়, তার অনুপ্রেরণা ছিল তন্ময় বক্সি৷ যে খুব কম বয়সে গুগলের ডেটা সায়েন্টিস্টের পদে কাজ করার সুযোগ পায়৷ সঙ্গে গোটা বিশ্বকে তন্ময় বক্সি বুঝিয়েছিলে, আর্টিফিসিয়াল ইনটেলিন্স কতটা সুন্দর হতে পারে৷ প্রসঙ্গত মাত্র তেরো বছর বয়সেই গুগলে কাজ করার সুযোগ পান তন্ময়৷ আর তন্ময়ের সেই কাহিনীই অনুপ্রেরণা জুগিয়েছিল সিদ্ধার্থকেও৷ তন্ময় বক্সির মতোই ছোট থেকে কোডিং এর প্রতি ভালোবাসা তৈরি হতে থাকে সিদ্ধার্থর৷

তবে শুধু তন্ময় বক্সিই নয় সিদ্ধার্থ জীবনে একটি মানুষ আছেন যার জন্য সাফল্যের এই শিখরে পৌঁছেছেন তিনি৷ সিদ্ধার্থ জানান, সেই মানুষটি হল তার বাবা৷ তার বাবাই খুব ছোটো বয়সে সিদ্ধার্থকে কোডিং-য়ের সঙ্গে পরিচয় করিয়েছিলেন৷ সঙ্গে নানা বিখ্যাত ব্যক্তিদের জীবনীও সিদ্ধার্থকে পড়ে শোনাতেন তার বাবা৷ সিদ্ধার্থ জানিয়েছেন আজকে যিনি যা হতে পেরেছেন সবটাই তার বাবার জন্য৷

যে বয়সে ছেলেমেয়েরা সপ্তম শ্রেণীর পেরিয়ে অষ্টম শ্রেণীর প্রস্তুতি নেয় সেই বয়সে হায়দরাবাদের শীর্ষ সফটওয়ার কোম্পানিগুলি মধ্যে একটি ডেটা -সায়েন্টিস সিদ্ধার্থ৷ সিদ্ধার্থ শ্রীবাস্তব পিল্লিকে তার অসামান্য মেধার ও প্রতিভার জন্য কুর্নিশ জানায় মহানগর ২৪x৭৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here