national news

মহানগর ওয়েবডেস্ক: দেশজুড়ে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে করোনা পরিস্থিতি। মারণ ভাইরাসকে সামাল দিতে সচেতনতা ও সামাজিক দূরত্ব বিধিই সরকারের অন্যতম হাতিয়ার। ফলস্বরূপ সমস্ত উৎসব অনুষ্ঠান সাদামাটা ভাবে পালন করার ওপর জোর দিয়েছে সরকার। ধারা অব্যাহত রেখে আসন্ন বকরি ইদকেও অনাড়ম্বর ভাবে পালন করার অনুরোধ জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

চলতি বছরে আগস্ট মাসে পড়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসব বকরি ইদ। সেই উপলক্ষে মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মহারাষ্ট্রের মন্ত্রিসভার সদস্যরা। সেখানেই রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে রাজ্যে ব্যাপকভাবে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় সমস্ত রকম উৎসব-অনুষ্ঠান অনাড়ম্বরভাবে পালণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের কাছে অনুরোধ যদি সম্ভব হয় এবারের বকরি ইদ অনাড়ম্বরভাবে পালন করুন যাতে সামাজিক দূরত্ব বিধি বজায় থাকে। পাশাপাশি তিনি আরো জানান আমাদের এটা সুনিশ্চিত করতে হবে যাতে কোথাও কোনও ভিড় না জমে। গবাদি পশু কেনাবেচা কেন্দ্রে যেন না হয়। না হলে আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। আমাদের এই মারন ভাইরাসের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়তে হবে।’

ভিডিও কনফারেন্সে এই বৈঠকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এছাড়া উপস্থিত ছিলেন, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নবাব মালিকের মত নেতৃত্বরা। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেন, ‘লকডাউন ও কনটেইনমেন্ট জোনগুলিতে যদি সম্ভব হয় তবে এবার বকরি ইদের কুরবানী অনলাইনের মাধ্যমে পালিত হোক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here