
মহানগর ডেস্ক: ভারতের সিকিম অঞ্চলে ‘অনুপ্রবেশের’ চেষ্টা বিফল হওয়ায় এবার সুর নরম করে ‘শান্তির’ পথে থাকার কথা জানাল বেজিং। সোমবার সাংবাদিকদের এক বিবৃতিতে চিনের তরফ থেকে জানান হয় চিন সেনা সর্বদাই সীমান্তে শান্তি চায়।
প্রসঙ্গত, ভারতের সিকিমের নাকু লা-য় অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে পিপলস লিবারেশন আর্মি বা চিনা সেনা। কিন্তু ভারতীয় সৈন্যবাহিনীর সামনে পড়ে পিছু হটতে বাধ্য হয় তাঁরা। অনুপ্রবেশের চেষ্টা রুখতে দুই সেনাবাহিনীর জওয়ানের মধ্যে হাতাহাতিও হয়। ফলে চিনের প্রায় ২০ জন সেনা আহত হয় বলেও সূত্রের খবর।
উল্লেখ্য, গালওয়ানে ভারত এবং চিনা সেনার সংঘর্ষের রেশ কাটেনি এখনও। এর মধ্যেই এ বার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের বাহিনীর জওয়ানরা। সেনা সূত্রের খবর, সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল চিনা সেনা। কিম্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় তারা। সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, গালওয়ানের কায়দাতেই গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকু লা এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চিনা সেনা। সেই সময় আবহাওয়া খারাপ ছিল। সেই সুযোগে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে লাল ফৌজ। কিন্তু ভারতীয় বাহিনী তাদের প্রবল ভাবে বাধা দেয়। দু’পক্ষের মধ্যে মারপিট বেধে যায়। চিনা ফৌজের অন্তত ২০ জন সদস্য ওই সংঘর্ষে জখম হয়েছে বলে জানা গিয়েছে। তারা শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয়। জখম হয়েছেন ৪ ভারতীয় জওয়ানও।
ঘটনার জেরে থমথমে ওই এলাকার পরিস্থিতি। খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন ভারতীয় জওয়ানরা। গলওয়ানের সংঘর্ষের পর নাকু লা-র ওই ঘটনায় ভারত-চিন সীমান্ত সঙ্ঘাত ফের ভিন্ন মাত্রা পেল।