নিজস্ব প্রতিবেদক, পুরুলিয়া: সব জল্পনা- জট কাটিয়ে অবশেষে গঠিত হল পুরুলিয়া জেলা পরিষদের পূর্ণাঙ্গ বোর্ড। সভাধিপতির পদে নিযুক্ত হন সুজয় ব্যানার্জী। সহ সভাধিপতি পদ পেয়েছেন প্রতিমা সরেন। জেলা পরিষদে নয়টি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদে নির্বাচন হয়েছিল। দীর্ঘদিন বোর্ড গঠন আটকে থাকার পর অবেশেষে সব পদ নিয়েই গঠিত হল পূর্ণাঙ্গ বোর্ড।
যে কর্মাধ্যক্ষ পদ নিয়ে বেশি দাবিদার থাকার কারণে সমস্যা হচ্ছিল সেই পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ পদ পেয়েছেন হলধর মাহাত। এছাড়াও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া, কৃষি কর্মাধ্যক্ষ মীরা বাউরি। শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়ার দায়িত্বে আসেন গুরুপদ টুডু, শিশু ও নারী উন্নয়ণ কর্মাধ্যক্ষ নিয়তি মাহাতো, বনভূমির দায়িত্বে নির্মল কুমার রাউৎ, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ মেঘদূত মাহাতো, খাদ্যের দায়িত্বে মনোজ সাহা এবং ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ দপ্তরের পদ পান নমিতা সিং মুড়া। বিতর্ক ছাড়াই এদিন কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। জেলা পরিষদের বিরোধী সদস্যরাও কোনরকম বিরোধিতা করেননি। দীর্ঘদিন ধরে পুরুলিয়া জেলা পরিষদে আটকে ছিল বোর্ড গঠন। কারণ, পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ পদের দাবিদার ছিলেন সবচেয়ে বেশি। দলীয় মিটিং ও নির্বাচিত সদস্যদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, এই পদ পাচ্ছেন হলধর মাহাত। এরপরেই হয় বোর্ড গঠন।