ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় হাইকোর্ট স্থগিতাদেশ জারি করলেও শাসকদলের হাতে আক্রান্ত হওয়ার ছবিটা একই রয়ে গিয়েছে জেলায় জেলায়। এবার মুর্শিদাবাদে আক্রান্ত নওদার বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি আবু তাহের খান। বৃহস্পতিবার দুপুরে নওদার আমতলা গ্রামীণ হাসপাতালের কাছে আক্রান্ত হন তিনি।
অভিযোগ, হাবিব সেখ নামে এক কংগ্রেস প্রার্থীকে মারধোর করার তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এদিন দুপুরে আহত প্রার্থী দেখতে যান নওদার বিধায়ক আবু তাহের খান। সেখানে শাসক দলের কর্মী দের হাতে আক্রান্ত হন তিনি। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। চলে ইট বৃষ্টি, গুলি। পরিস্থিতি বেগতিক বুঝে বিধায়কের নিরাপত্তারক্ষী শুন্যে গুলি ছোড়ে বলে সূত্রের খবর।
ঘটনার প্রেক্ষিতে নওদা এলাকায় আমতলা রাধানগর রাজ্যসড়ক অবরোধ করে কংগ্রেস কর্মী সমর্থকরা। এলাকায় ব্যাপক উত্তেজিনা রয়েছে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।