ডেস্ক: ফের অধীর চৌধুরের গড়ে হানা শুভেন্দুর। কংগ্রেসে ভাঙন ধরিয়ে এবার তৃণমূলে যোগ দিচ্ছেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক শাওনি সিংহ। দিনকয়েক আগেই কান্দি কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার বিরোধীদের অবস্থান আরও খারাপ করে শাসক দলে সামিল হলেন এই বিধায়িকা।
(আরও বিস্তারিত আসছে)