kolkata bengali news
আপ রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং

মহানগর ওয়েবডেস্ক: আগামী বছরের প্রথম দিকে দিল্লি বিধানসভা নির্বাচন৷ তার আগে জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে৷ আপ নেতা সঞ্জয় সিং আজ বলেন, এখানে লড়াই সরাসরি বিজেপি ও আপের মধ্যে৷ কংগ্রেস লড়াইয়ের ময়দানে নেই৷ কংগ্রেস দিল্লিতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে? মহারাষ্ট্রে ও হরিয়ানায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কংগ্রেস৷ সঞ্জয় সিং বলেন, রাজধানীর পরিস্থিতি একেবারে আলাদা৷ বাকি রাজ্যের ফর্মুলা এখানে কাজ করবে না৷ দিল্লিতে কংগ্রেসের ভূমিকা নিয়ে কেউ আলোচনা করছে না৷ শতাব্দী প্রাচীন এই দলকে কেউ প্রতিযোগী বলে মনে করছে না৷ ২০১৫ সালের নির্বাচনে ৭০ আসনের মধ্যে আপ পেয়েছিল ৬৭৷ বাকি বিজেপি৷ কংগ্রেস খাতা খুলতে পারেনি৷

এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, দিল্লিতে মানুষ আমাদের কাজ দেখবে৷ তাঁরা কাজ দেখে খুশি৷ তাঁরা সেই নিরিখে ভোট দেবেন৷ তিনি কংগ্রেসের সঙ্গে প্রাক নির্বাচনী কোনও জোট গড়ার সম্ভাবনা খারিজ করে দেন৷ লোকসভা ভোটের আগে আপ ও কংগ্রেস জোট নিয়ে আলোচনা করে৷ তবে আসন রফা নিয়ে তারা কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি৷ এর পরিণাম কোনও জোট বাস্তবে রূপ পায়নি৷ আসন্ন নির্বাচনে দলের এজেন্ডা পরিষ্কার করে দেন সঞ্জয় সিং৷ তিনি বলেন, গত ৫ বছরে সরকারের কাজের নিরিখে ভোটের ময়দানে নামবে আপ৷ গত ৫ বছরে শিশু ও যুবকদের জন্য বিশেষ শিক্ষা প্রকল্প, বয়স্কদের জন্য তীর্থ যাত্রা, মহিলাদের জন্য নিখরচায় বাস পরিষেবা, এখানে ওখানে সিসিটিভি চালু হয়েছে৷

অবৈধ কলোনির নাগরিকদের বৈধতা দেওয়া নিয়ে বিজেপি যে পদক্ষেপ নিয়েছে, তা কি তাদের মাইলেজ দেবে? এর উত্তরে সঞ্জয় সিং জানান, এটা গেরুয়া দলের আর একটা জুমলা৷ তিনি আরও বলেন, অবৈধ কলোনিগুলিকে বৈধতা দিতে সরকারের এত বছর সময় লাগল৷ তারা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নিল৷ এখন তারা বলছে, বিল পাশ করাবে৷ তারপর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করাবে৷ এভাবেই তারা ভোটের ময়দানে নামবে৷ কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, কেন্দ্র অবৈধ কলোনির বাসিন্দাদের মুক্তি দিতে এই মরসুমে বিল আনবে সরকার৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here