নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া: লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার ও বিজেপির বিরুদ্ধে একের পর এক আইন অমান্য কর্মসূচিতে সামিল হয়ে বিরোধীতার সুর চড়াচ্ছে কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার পুরুলিয়ায় আইন অমান্যের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পকেটমারির অভিযোগ তুলে অধীর বলেছিলেন, ‘রাজ্যে সাধারণের পকেট মারছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ একহাত নিয়েছিলেন বিজেপিকেও। এরপরেই শুক্রবার রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হতে বাঁকুড়ায় আইন অমান কর্মসূচিতে পা মেলাল কংগ্রেস নেতৃত্ব। এদিনের আইন অমান্যকে কেন্দ্র করে বাঁকুড়ায় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের। জেলা শাসকের দফতরে এগোনোর চেষ্টা করলে ধুন্ধমার হয়ে ওঠে এলাকা। এদিন দুপুরে বাঁকুড়ার হিন্দু হাইস্কুল থেকে মিছিল করে প্রথমে কংগ্রেস কর্মীরা যায় জেলা শাসকের দফতর লাগোয়া জেলা গ্রন্থাগারের সামনে।
সেখানে একটি সভা করেন কংগ্রেস কর্মীরা । পরে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও বিধায়ক নেপাল মাহাতোর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা জেলা শাসকের দফতরে গিয়ে আইন অমান্য কর্মসূচি পালন করেন। এদিন কংগ্রেস কর্মীরা প্রথমে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে জোর করে জেলা শাসকের দফতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় কংগ্রেস কর্মীদের। বেশ কিছুক্ষন ধরে ধস্তাধস্তির পর জেলা পুলিশের তরফে সকল কংগ্রেস কর্মীকে গ্রেফতারের ঘোষণা করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।