kolkata news

নিজস্ব প্রতিনিধি : অব্যাহত মারণ ভাইরাসের আগ্রাসন। হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। বল্গাহীন সংক্রমণ রুখতে নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য। তার পরেও বেলাগাম সংক্রমণ।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১৯ হাজার মানুষ। ফলে মোট সংক্রমিতের সংখ্যা পেরল ১০ লক্ষের গন্ডি। সংক্রমণ বাড়ায় বেড়েছে মৃত্যুর হারও। ওই সময়সীমার মধ্যে করোনার বলি হয়েছেন ১৩৪ জন। এই সময়সীমার মধ্যে বাড়ছে সুস্থতার হারও। বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৬৭৫ জন করোনা জয়ী।

স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যাঁরা সংক্রমিত হয়েছেন, তাঁদের একটা বড় অংশই উত্তর ২৪ পরগনার। সংখ্যাটি হল ৩ হাজার ৯৭১ জন। হাওড়ায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৪৭ জন। দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন হাজারখানেক মানুষ। সংক্রমিতের সংখ্যা বেড়েছে নদিয়ায়ও। সেখানেও করোনা রোগীর সংখ্যা হাজারের কাছাকাছি। উত্তরবঙ্গেও সংক্রমণের লেখচিত্র ঊর্ধ্বমুখী।

গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১৩৪ জন। এর মধ্যে ৪২জনই উত্তর ২৪ পরগনার। দৈনিক মৃত্যুর হারে এই জেলাই রাজ্যে প্রথম। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় এখানে মৃত্যু হয়েছে ৩৪জনের। সব মিলিয়ে করোনায় রাজ্যে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১২ হাজার ৪৬১।

করোনার বল্গাগতিতে লাগাম টানতে দ্রুত টিকাকরণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে প্রয়োজনের তুলনায় টিকার সরবরাহ যথেষ্ঠ কম বলে অভিযোগ। তার জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সেই সঙ্গে ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here