Parul

মহানগর ডেস্ক:   ইউরোপের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। তাদের মধ্যে ফ্রান্স অন্যতম। ফ্রান্সে ইতিমধ্য করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে ফ্রান্স নতুন করে করোনা বিধি চালু করেছে। পর্যটক হল বা সাধারণ মানুষ, ভ্রমণস্থান হোক বা শপিং মল করোনা নেগেটিভ রিপোর্ট আবশ্যকীয়, না হলে করোনা ভ্যাকসিনের দুটো ডোজের সার্টিফিকেট।

ads

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ হাজার জন আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, ফ্রান্সে বুধবার থেকেই সিনেমা হল, মিউজিয়াম ও ক্রীড়াঙ্গনগুলিতে আগত দর্শকদের কাছে দেখতে চাওয়া হচ্ছে টিকাকরণের সার্টিফিকেট বা করোনা নেগেটিভ রিপোর্ট। দুটোর কোনও একটি দেখাতে না পারলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গন্তব্যে।

ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স  বলেছেন, দেশে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ প্রবেশ করতে শুরু করেছে। এখন যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের অধিকাংশ করোমার টিকা নেননি। দেশে চতুর্থবারের জন্য লকডাউন এড়াতে কঠোর করোনা বিধি গ্রহণ করা হয়েছে। দেশে করোনা সংক্রমণ বাড়ার পরেও অনেকেই করোনার টিকা নিতে আগ্রহ প্রকাশ করছেন না বলে ফরাসি স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ উগড়ে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here