নিজস্ব প্রতিবেদক, হাওড়া: স্বপন কোলে খুন মামলায় প্রমানের অভাবে বেকসুর খালাস পেল টিএমসিপি নেতা তুষার ঘোষ সহ তেরো জন অভিযুক্ত। মঙ্গলবার হাওড়া জেলা আদালত এই রায় দেন।
উল্লেখ্য, ২০১০ সালের ১৬ ডিসেম্বর আন্দুল প্রভু জগবন্ধু কলেজে নির্বাচনের আগে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির সময়ে এসএফআই কর্মী ছাত্র স্বপন কোলেকে মেরে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তুষার ঘোষ সহ তেরোজন টিএমসিপি কর্মীর বিরুদ্ধে। যার জেরে মৃত্যু হয় স্বপনের। সেই ঘটনার পর তড়িঘড়ি ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। চার্জশীট দিতেই কেটে যায় তিন বছর। ঘটনায় অভিযুক্ত হিসাবে নাম ওঠে ১৩ জনের বিরুদ্ধে। ঘটনার জেরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি।
অভিযোগ ছিল অপরাধীদের বিরুদ্ধে অনেকটাই লঘু ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। যার ফলে এতদিন জামিনেই ছিল মূল অভিযুক্তরা। এরপর মঙ্গলবার সেই মামলার রায়ে প্রমানের অভাবে মঙ্গলবার আদালতের তরফে তাদের বেকসুর খালাস করা হয়। তবে এদিনের রায়ে সন্তুষ্ট নয় স্বপনের পরিবার। জানা গিয়েছে, এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবে স্বপনের পরিবার।