মহানগর ডেস্ক: আর কোনও অনিশ্চয়তা নয়। এবার একুশের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট করেই লড়াই করবে। অর্থাৎ, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাত হাতুড়ি কাস্তে তারা ‘এক’ হয়েই লড়বে।
Today the Congress High command has formally approved the electoral alliance with the #Left parties in the impending election of West Bengal.@INCIndia@INCWestBengal
— Adhir Chowdhury (@adhirrcinc) December 24, 2020
বৃহস্পতিবার জোটের প্রস্তাবে সিলমোহর দিয়ে দিলেন কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধী। শীর্ষ নেতৃত্বের সুবজ সংকেত পেয়েই টুইট করে একথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধিররঞ্জন চৌধুরী। তিনি জানালেন, “পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোটে সায় দিয়েছে হাইকমান্ড।”
যদিও, জোট বার্তা নিয়ে পরিষ্কার কোন বার্তা দেয়নি বাম পরিষদীয় দল। তবে বাম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, ‘কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত। বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে একযোগে লড়াই আমাদের।’
কিন্তু এর আগে অতীতে বহুবার একসঙ্গে লড়াই করেছিল বাম-কংগ্রেস। কিন্তু আশানুরূপ ফল মেলেনি। তবে একুশের ভোটে বাম-কংগ্রেস জোট কতটা সাফল্য ছিনিয়ে আনতে পারে সেটাই এখন দেখার বিষয়।