নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি: জরাপানি ও ফুলেশ্বরি নদীর সংস্কারের দাবি তুলে আন্দোলনে নামলো সিপিআই(এম)’র দার্জিলিং জেলা কমিটি। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে দলের কর্মী ও সমর্থকরা সিপিআই(এম)’র দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে এসজেডিএ দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ দফতরের কোন আধিকারিক না আসায় এসজেডিএ’র কার্যালয়ের প্রধান দরজার সামনে ধর্নায় বসে যান সিপিআই(এম)’র নেতা ও কর্মীরা। দুপুর পর্যন্ত এই ধর্না কর্মসূচী চলতে থাকলে পরে দফতরের এক আধিকারিক বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের ডেপুটেশন গ্রহন করলে ধর্না উঠে যায়।
এদিনের অভিযানের নেতৃত্ব দেন মেয়র পরিষদ তথা শিলিগুড়ি পুরনিগমের কাউন্সিলার শংকর ঘোষ। এছাড়াও এদিনের বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিআইএমের একাধিক নেতা কর্মী। শংকর ঘোষ জানান, শিলিগুড়ির জোড়াপানি ও ফুলেশরী নদী দুটি মৃতপ্রায়। এসজেডিএকে এই বিষয়ে বারংবার জানানো সত্ত্বেও কোন পদক্ষেপই গ্রহন করেনি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে। শংকর বাবু আরও জানান, অবিলম্বে যদি নদী দুটির সংস্কার না করা হয়, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো আমরা।