নিজস্ব প্রতিবেদক, কল্যাণী: ক্রিকেট খেলতে গিয়ে ব্যাটের আঘাতে মৃত্যু হল কল্যাণীর এক প্যারা মেডিক্যাল কলেজের ছাত্রের। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় নদিয়ার কল্যানির বি ব্লক ২ নম্বর বাজারের কালিমন্দিরের মাঠে। জানা গিয়েছে রবিবার বিকালে, কল্যাণী প্যারা মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন ছাত্র বিকেল থেকে মাঠে ক্রিকেট খেলতে নেমেছিল। খেলা চলাকালীন সময়ে উইকেট এর পিছনে থাকা কৌশিক আচার্য(২১) নামে ওই ছাত্রের মাথায় ব্যাটের আঘাত লাগে। ঘটনাস্থলেই চেতনা হারায় কৌশিক। বন্ধুরাই তাকে টোটো করে কল্যাণী জওহরলাল মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর শহরে বলে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে মৃত ছাত্রের পরিবারকেও।