ডেস্ক: নিবেদিতা সেতুর টোল প্লাজায় চূড়ান্ত হেনস্থার সম্মুখীন কলকাতা হাইকোর্টের বিচারপতি। ঘটনায় অভিযুক্ত টোলপ্লাজার ৫ কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করে নিয়েছে পুলিশ। কর্তব্যরত টোলপ্লাজার কর্মীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার দুপুরে নিবেদিতা সেতুর ভিআইপি লেন দিয়ে যাওয়ার সময় আচমকাই বিচাপতির গাড়িটি আটকে দেন কর্তব্যরত ৫ কর্মী। বিচারপতির অভিযোগ, নিজের পরিচয় দিলেও তাঁকে ছাড়েন না কর্মীরা। দীর্ঘক্ষণ ধরে নাগাড়ে চলে হেনস্থা। কী কারণে তাঁকে আটকানো হয়েছে সেই ব্যাখ্যা চেয়েও কোনও জবাব মেলেনি। এরপরই লালবাজারে অভিযোগ জানান বিচারপতি। তারপর দ্রুততার সঙ্গে অভিযুক্ত কর্মীদের গ্রেফতার করে নেয় পুলিশ।
উল্লেখ্য, এরআগেও একই ধরণের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল বহু ভিআইপিকে। হাইকোর্টের বিচারপতি হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসতেই অবশ্য বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে টোল প্লাজায়। রবিবার সকাল থেকেই নিবেদিতা সেতুর টোল প্লাজার ভিআইপি লেনে টোলকর্মীদের সঙ্গেই মোতায়েন রয়েছে পুলিস।