মহানগর ডেস্ক: নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের পর থেকেই বঙ্গ নির্বাচনকে ঘিরে উত্তেজনার চড়ছে ক্রমশই। বিজেপির একের পর এক উচ্চ নেতৃত্বের ঘন ঘন বঙ্গ সফর থেকেই স্পষ্ট, পশ্চিমবঙ্গের মসনদকেই পাখির চোখ করেছে গেরুয়া শিবির। অন্যদিকে গত বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে ‘তৃণমূলী সন্ত্রাসের’ কথা মাথায় রেখে রাজ্যে আট দফায় নির্বাচন করার কথা ঘোষণা করেছে কমিশন। যা নিয়ে প্রবল অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূল শিবিরে। এমতাবস্থায় এদিন বালুরঘাটে বিজেপির রথযাত্রাতে এসে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট বাংলায় হুঁশিয়ারি, ‘দাদাগিরি চলবে না।’
এদিন বালুরঘাটে ভোট প্রচারে এসে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজনাথ সিং বলেন, ‘আইনশৃঙ্খলা কি রাজ্যের দায়িত্ব নয় ?’ এরপরেই তিনি বলেন, ‘জাতপাত কিংবা ধর্মের ভিত্তিতে নয়, আমরা ক্ষমতায় এলে সরকার চালাবো ন্যায় ও মানবিকতার ভিত্তিতেই।’ তিনি আরও বলেন, ‘আমাদের সরকারের মূলমন্ত্র হবে সবার জন্য ন্যায়, কাউকে তোষণ নয়।’
এরপরেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি রাজ্যে কার্যকর না হতে দেওয়ার প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ শানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘ মানুষের ওপরে রাজনীতিকে স্থান দিয়েছে তৃণমূল। সেকারণেই কেন্দ্রের প্রকল্প গুলিকে রাজ্যে কার্যকর করা হয়না।’
তবে এদিন আট দফায় নির্বাচনের ঘোষণার পর থেকেই প্রবল ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন সন্ধ্যায় তিনি অভিযোগের সুরে বলেন, ‘বিহারে তিন দফায় নির্বাচন হলে পশ্চিমবঙ্গের আট দফায় কেন।’ কমিশনকে অনুরোধ করে তিনি বলেন, ‘বিজেপির চোখে পশ্চিমবঙ্গকে দেখবেন না।’