cricket news bengali

মহানগর ওয়েবডেস্ক: তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার। অনেক উঠতি প্রতিভার প্রিয় ক্রিকেটারের তালিকায় তিনি অবশ্যই থাকেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনের প্রিয় ক্রিকেটার কে? সম্প্রতি সেই প্রশ্নেরই উত্তর দিলেন স্টেইন। জানালেন, সতীর্থ এবি ডি’ভিলিয়ার্সই তাঁর সবচেয়ে প্রিয় খেলোয়াড়।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলে, ‘এবি ডি’ভিলিয়ার্স আমার প্রিয় ক্রিকেটার। ও একজন অসাধারণ ব্যাটসম্যান। আর সবচেয়ে বড় ব্যাপার ও আমার খুব ভাল বন্ধু।’

করোনার জেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাঝপথেই ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরে এসেছেন ডি ককরা৷ দেশে ফেরার পরেই তাঁদের ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)৷ আপাতত ক্রিকেটের বাইরে দল৷ আর এই সময়ে রাঁধুনি হিসেবে কুইন্টন ডি’কককে চান ডেল স্টেইন।

সর্বকালের অন্যতম সেরা পেসার বলছেন, ‘এই পৃথিবীতে যে ক’জন আমার ভীষণ কাছের, তাঁদের মধ্যে একজন ডি কক৷ আপনি যদি ওর হোটেলের রুমে ঢোকেন তাহলে দেখবেন ও মাছের জন্য চার বানাচ্ছে কিম্বা মাছ ধরার বা রান্নার ভিডিও দেখছে৷ আর ঠিক এই একই কাজ ও বাড়িতেও করে৷ আমি রান্না করতে একদম পছন্দ করি না৷ খুব ভাল হয় যদি ডি কক আমার সঙ্গে থাকে৷ ও একজন দুর্দান্ত রাঁধুনি৷ আর আমি ওকে রান্নাবান্নার সব কাজে সাহায্য করব৷’

স্টেইন আরও জানিয়েছেন যে, আইসোলেশনের সময় যদি পুরনো কোনও ম্যাচ দেখতে হয় তাঁকে তাহলে ৯৯-এর আগে পর্যন্ত বিশ্বকাপ দেখবেন৷ ৯২, ৯৬ ও ৯৯ সালের বিশ্বকাপ দেখতে পছন্দ করবেন তিনি৷ এছাড়াও ২০০৩ সালে নিজেদের দেশে অনুষ্ঠিত বিশ্বকাপটা তিনি দেখতে চাইবেন, কারণ সেসময় তাঁর ব্রেট লি-র মতো বোলারদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলেন৷

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here