Home Featured Photo Gallery: চলে গিয়েছেন দানিশ, রয়ে গেল তাঁর কিছু কাজ

Photo Gallery: চলে গিয়েছেন দানিশ, রয়ে গেল তাঁর কিছু কাজ

0
Photo Gallery: চলে গিয়েছেন দানিশ, রয়ে গেল তাঁর কিছু কাজ
Parul

প্রয়াত চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকী।

আফগানিস্তানের তালিবান ও সেনাবাহিনীর যুদ্ধে ছবি তুলতে গিয়ে প্রাণ হারালেন দানিশ।

সংবাদ সংস্থা রয়টার্সের হয়ে ছবি তুলতে গিয়েছিল চিত্রসাংবাদিক।

তার অকালমৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

ভয় ছিল না তার জীবনে। যেকোনো ঘটনাস্থলেই ঝাঁপিয়ে পড়ে সত্যের প্রতিচ্ছবি ক্যামেরাবন্দি করতেন তিনি।

কাশ্মীর থেকে লকডাউন, তারপর শ্মশানে এর মৃতের স্তূপ একের পর এক ছবি নজর কেড়েছে পাঠকদের।

তাকে শুনতে হয়েছে সরকার ও নানা পক্ষের সমালোচনা।

চিত্রসাংবাদিকের এই অসাধারন এবং দুঃসাহসিক ছবি, সাংবাদিকতার নোবেল নামে খ্যাত ‘পুলিৎজার’ সম্মান এনে দিয়েছিল তাকে।

শেষ সময়ে ভয় পাননি তিনি নিজেকে নিজের কাজের প্রতি অনড় ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here