ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব আসন্ন। দোরগোড়ায় কড়া নাড়ছে শারদ উৎসব। আর এই সময় বাঙালির কাছে নিজেদের একদম আলাদাভাবে মেলে ধরতে চান তারকারাও। সেই দিক দিয়ে পিছিয়ে নেই টলিপাড়ার বিউটি কুইন, জনপ্রিয় মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। প্রায় প্রত্যেক বছরেই নিজের ফ্যানেদের জন্য মিউজিক ভিডিও উপহার দেন দর্শনা। এবছরও তাঁর অন্যথা হয়নি, এবার পুজোতেও নতুন মিউজিক ভিডিও উপহার দিতে চলেছেন তিনি। নাম ‘মেঘের ডানা’। আগামী ১৮ অক্টোবর সেই মিউজিক ভিডিও লঞ্চ হবে বলে জানিয়েছেন তিনি। এটা মূলত একটি রোম্যান্টিক ট্র্যাক। এই বিষয়ে দর্শনা জানিয়েছেন,
”এটা আমার অভিনীত প্রথম জয়েন্ট ভেঞ্চার মিউজিক ভিডিও। যেটা বাংলাদেশের ধ্রুব মিউজিক স্টেশন ও পশ্চিমবঙ্গের টিভিওয়ালা মিডিয়া ব্যানারে মুক্তি পাবে। আমার অভিনীত অন্যান্য মিউজিক ভিডিও-এর তুলনায় এটা অন্য ধরনের। এখানে আমাকে গ্ল্যামারাস লুকে দেখা যাবে”। মূলত এই মিউজিক ভিডিওতে গান গাওয়ার পাশাপাশি দর্শনার বিপরীতে অভিনয়ও করেছেন ইমরান মহম্মাদুল। আর ফিমেল ভয়েসটি শুনতে পাওয়া যাবে মধুবন্তি বাগচি’র গলায়। তাজপুরের আকর্ষনীয় লোকেশানে শ্যুটিং হয়েছে এই মিউজিক ভিডিওটি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সুশোভন দাস ও ডিওপি-এর দায়িত্বে ছিলেন সুপ্রিয় দত্ত। তাজপুরের সুন্দর লোকেশনে দর্শনার এই রোম্যান্টিক মিউজিক ভিডিওটি তাঁর ফ্যানেদের কাছে পুজোর বড় উপহার, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে।