নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালার পর্ণশ্রী এলাকায় এক প্রৌঢ়র পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল নটা দশটা নাগাদ একটি কংক্রিটের পাইপের ভেতরে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পর্ণশ্রী থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের নাম সুবীর গোস্বামী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বছর পঞ্চাশের ওই প্রৌঢ় করুণাময়ী আশ্রম মাঠ এলাকায় বিজি প্রেসের কাছে রাস্তার ধারেই থাকতেন। বেশিরভাগ দিনই তার রাত কাটতো রাস্তার ধারে পড়ে থাকা কংক্রিটের পাইপের ভেতরেই। নিজের বাড়িঘর না থাকায় দীর্ঘদিন ধরেই সেখানেই থাকতেন সুবিরবাবু। বুধবার সকাল নটা দশটা নাগাদ তার পচাগলা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী করে তার মৃত্যু হল তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশায় পুলিশ। মৃত্যুর কারণ জানতে খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যেতে পারে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।