নিজস্ব প্রতিবেদক, পুরুলিয়া: শেষ বারের মতো বন্ধুর সঙ্গে দেখা গিয়েছিল। তাও চার দিন আগে। তারপর থেকে কোনও খোঁজ ছিলনা পুরুলিয়ার পাড়া থানার দুবড়া এলাকার বাসিন্দা মহঃ ইমতাজ কুরেশির। নিখোঁজ হয়ে যাওয়ার পঞ্চম দিনে স্থানীয় কুয়োতে ভাসতে দেখা গেল তার দেহ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধর করার পর অবরোধে নামল এলাকাবাসী। সাঁওতালডি পুরুলিয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
প্রায় দুঘন্টারও বেশি সময় রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে সংবাদ মাধ্যম ঘটনাস্থলে পৌছালে অবরোধ উঠে। পাড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরিবারের লোক জানায় চারদিন আগে তার বন্ধুর সাথে শেষবার দেখা যায় ইমতাজকে । পুলিশে নিখোঁজ ডায়েরিও করা হয়। ইমতাজের বন্ধুকে ডেকে জিঞ্জাসা করে ছেড়ে দেয় পুলিশ। মৃতের পরিবার জানায় ইমতাজকে খুনকরে প্রমান লোপাটের জন্য কুয়োয় ফেলে দেওয়া হয়। সঠিক তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার।