ডেস্ক: এক সেনাকর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল লিলুয়া থানার চকপাড়া মনসাতলা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, বৃহস্পতিবার সকালে ওই মৃত সেনাকর্মীর দেহ স্থানীয় একটি পুকুরে ভাসতে দেখা যায়। এরপরেই তাঁরা খবর দেন লিলুয়া থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কৃষ্ণ ঘোষ (৪২)। বাড়ি বেলগাছিয়ার এল রোডে । ব্যারাকপুরে সেনাছাউনিতে কর্মরত ছিলেন তিনি। ভাল সাঁতারও কাটতেন তিনি। কিন্তু এত ভালো সাঁতার জানা সত্ত্বেও কি ভাবে তিনি জলে ডুবে মারা গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে মৃত সেনাকর্মীর পরিবার। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।