kolkata bengali news

নিজস্ব প্রতিবেদক, নদীয়া: খেলতে গিয়ে খালে পড়ে মৃত্যু হল ৩ জন শিশুর। পুজোর আনন্দের মাঝেই নেমে এল স্বজন হারানোর বিষাদ। শুক্রবারের ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গিয়েছে, খেলতে খেলতে পা পিছলে খালের জলে পড়ে যায় ৩ শিশু। আর তার ফলেই মৃত্যু হল তিন শিশুর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার থানা পাড়া এলাকার মুক্তার পুরে। মৃত তিন শিশুর নাম সোহানা খাতুন (9), সোহিনী খাতুন (8), ও সঞ্চিতা খাতুন। নদীয়ার মুক্তার পুরের বাসিন্দা ওই তিন বান্ধবী শুক্রবার দুপুরে খাল সংলগ্ন চাষের জমিতে খেলছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, খেলার সময় হঠাৎই পা পিছলে তিনজন খালের জলে পড়ে যায়। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তারা বাড়ি ফেরেনি। তাদের খোঁজ করতে করতে পরিবারের লোকজন খালপাড়ে আসে। আর সেখানেই দেখতে পায়, তিন শিশুর মৃতদেহ ভাসছে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত শিশুদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মহানগরকে দেওয়া একান্ত সাক্ষাতকারে বিস্ফোরক নারদাকর্তা ম্যাথু স্যামুয়েল: 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here