মহানগর ওয়েবডেস্ক: ২০১৭ সালের অক্টোবর মাসের ড্রাগ চ্যাটের কথা স্বীকার করেছেন দীপিকা পাডুকোন। তবে তিনি কোনও মাদক সেবন করেননি। এদিন এনসিবি আধিকারিকদের জেরার মুখে পড়ে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। সূত্রের খবর, দীপিকা ও তার ম্যানেজার করিশ্মা প্রকাশকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। যদিও দীপিকার বেশকিছু প্রশ্নের জবাবে খুশি নন এনসিবি আধিকারিকরা।
গতকালই জানা যায় দীপিকা, সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা ও করিশ্মা প্রকাশের একটি হোয়াটসঅ্যাপ ড্রাগ চ্যাট গ্রুপ রয়েছে, যার অ্যাডমিন দীপিকা। এদিন এই কথাটিই স্বীকার করে নেন দীপিকা। যদিও অভিনেত্রী বারবার জানিয়েছেন তিনি মাদক সেবন করেন না।
দীপিকার মতোই শ্রদ্ধা কাপুর জানিয়েছেন, তিনি মাদক সেবন করেন না। তবে ‘ছিছোরে’ ছবির সাকসেস পার্টিতে ড্রাগ এসেছিল, অনেকেই তা সেবন করেন কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন তিনি মাদক সেবন করেননি। আপাতত এখনও শ্রদ্ধা ও সারাকে জিজ্ঞাসাবাদ করছেন এনসিবি আধিকারিকরা। যদিও দীপিকা কিছুক্ষণ আগেই এনসিবি দফতর থেকে জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে।