ডেস্ক: ফের বিপাকে আমির খান। এমনিতেই ফ্লপ সিনেমার জন্য বলিউডে মুখ থুবড়ে পড়েছে ‘ঠাগস অফ হিন্দুস্থান’। তাঁর মাসুল গুনছেন আমির। অপরদিকে তাঁর ড্রিম প্রজেক্ট এখন বিশ বাঁও জলে। প্রথম থেকেই আমিরের ড্রিম প্রজেক্ট ‘মহাভারত’ নিয়ে নানা বাঁধা আসছে। কখনও আর্থিক কারণে কিংবা স্টার কাস্টে। তাই এই সিনেমার কাজ কার্যত পিছিয়ে যাচ্ছে। আমির কিছুদিন আগেই বলিউডের কিছু তারকালে তাঁর ‘মহাভারত’ সিনেমার জন্য অনুরোধ করেছিলেন। সেই তালিকায় দ্রোপদীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল দীপিকা পাডুকোনের।
যেহেতু পিরিয়ড ড্রামা অর্থাৎ ‘পদ্মাবত’ ‘বাজিরাও মাস্তানি’ ইত্যাদি সিনেমায় দীপিকার অভিনয় সকলের নজর কেড়েছিল। তাই সেই চরিত্রের জন্য রণবীর পত্নীকেই বেছে ছিলেন আমির। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, দীপিকা আমিরকে জানিয়ে দিয়েছেন এই সিনেমাতে কাজ করতে চাইছেন না। আগেই জানা গিয়েছিল, আমির সাতটি পার্টে ‘মহাভারত’ মুক্তির কথা জানিয়েছিলেন। এই বিষয়ে নানা রিসার্চ শুরু করে দিয়েছেন অভিনেতা। আপাতত আমেরিকাতে নিজের বিশেষ দলের সঙ্গে চিত্রনাট্যের কাজে ব্যস্ত আছেন আমির। আপাতত আমিরের সিনেমাতে দীপিকা সরে যাওয়ায় শুধুমাত্র সলমানের চরিত্রটি রইল। ভাইজানকে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখতে পাওয়ার কথা। দীপিকা বিয়ের পর আপাতত ব্যস্ত তাঁর প্রথম প্রযোজিত সিনেমা নিয়ে। অ্যাসিড আক্রমনের স্বীকার লক্ষী আগারওয়ালের জীবনি নিয়ে কাজ করবেন দীপিকা। মেঘনা গুলজারের পরিচালনায় দীপিকাকে অভিনয় করতে দেখা যাবে এই সিনেমাতে।