মহানগর ডেস্ক : সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে একটি জিন্সের বিজ্ঞাপনে।আর সেটা নিয়েই উঠেছে চুরির অভিযোগ।অভিযোগ তুলেছেন পরিচালক সোনি তারাপোরেওয়াল।গত বছর এই পরিচালকের ছবি ‘ ইয়ে ব্যালে’ মুক্তি পায় নেটফ্লিক্সে। ছবিটি তৈরি হয়েছে পশ্চিমী ড্যান্স ফর্ম ব্যালে নিয়ে। তিনি অভিযোগ তোলেন তার সিনেমায় ব্যবহৃত সেটের অনুকরণে তৈরি হয়েছে এই পোশাক কোম্পানির বিজ্ঞাপনের সেটটি।
পরিচালক সোনি তারাপোরেওয়াল নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লেখেন,’ কিছুদিন আগে আমায় একজন এই বিজ্ঞাপনটির ব্যাপারে বলে।চমকে যাই বিজ্ঞাপনটি দেখে,আমাদের ‘ইয়ে ব্যালে’-র স্টুডিয়োর সেটটি নকল করা হয়েছে। এটা সেটটি পুরোপুরি আমাদের ভাবনা দিয়ে তৈরি হয়েছিল এবং শুটিংয়ের পর তা নষ্ট করে দেয়া হয়। বিজ্ঞাপনের পরিচালক Nadia Marquard Otzen কোনো রকম অনুমতি না নিয়ে আমাদের ডিজাইনারের ভাবনা চুরি করে নিয়েছে।এটা পশ্চিমী দুনিয়াতে হলে পরিচালক অনুমতি ছাড়া বা কৃতজ্ঞতা স্বীকার না করে কাজ ত করতে পারতো?এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা।’তিনি ভারতের এমন কপি ক্যাট হওয়ার প্রবণতা বন্ধ হওয়া উচিত বলেও জানান।যদিও এই বিজ্ঞাপনের সেট ডিজাইনার রূপিন সূচক মেনে নিয়েছেন ‘ইয়ে ব্যালে’ থেকে অনুপ্রেরণা নিয়ে এই সেটটি তৈরী করা হয়েছিল।