Home Featured প্রেমিকাকে গুলি, শ্বশুরকে খুন! প্রকাশ্য়ে এল দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টরের কুকীর্তির কাহিনী

প্রেমিকাকে গুলি, শ্বশুরকে খুন! প্রকাশ্য়ে এল দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টরের কুকীর্তির কাহিনী

0
প্রেমিকাকে গুলি, শ্বশুরকে খুন! প্রকাশ্য়ে এল দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টরের কুকীর্তির কাহিনী
Parul

মহানগর ওয়েবডেস্ক: অপরাধীদের শাস্তি যে পুলিশ সেই পুলিশই কিনা করে বসছে একের পর এক অপরাধ৷ প্রথমে প্রেমিকাকে গুলি পরে শ্বশুরকে খুন৷ দিল্লি পুলিসের সাব ইন্সপেক্টর সন্দীপ দেহিয়া এখন দাগী আসামীতে পরিণত হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, গত এক বছর ধরে বিবাহ বহির্ভুত সম্পর্কে লিপ্ত ছিল ওই সাব ইন্সপেক্টর৷ রবিবার সেই প্রেমিকার সঙ্গে বচসা বাধে সন্দীপের৷ বচসা এমন জায়গায় পৌঁছয় যে নিজের সার্ভিস রিভলবার থেকে প্রেমিকাকে লক্ষ্য করে গুলি চালায় সন্দীপ৷ ঘটনায় গুরুতর জখম হয় তাঁর প্রেমিকা৷

ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্দীপ৷ জানা গিয়েছে স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় গত একবছর ধরে তার স্ত্রী হরিয়ানার রোহতকে নিজের বাপের বাড়িতে থাকত৷ নিজের স্ত্রীকে খুন করার উদ্দেশ্য নিয়ে রোহতকে যায় সন্দীপ৷ সেখানে গিয়ে স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় সে৷ তবে গুলি লাগে তার শ্বশুরের৷ ঘটনায় মৃত্যু হয় তার শ্বশুর রণবীর সিংয়ের৷

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, রবিবার দিল্লির জিটি কর্ণেল রোডে গাড়ির মধ্যে ঝামেলা করছিল সাব ইন্সপেক্টর সন্দীপ দহিয়া ও তার প্রেমিকা৷ বচসা বাড়লে গাড়ির মধ্যেই প্রেমিকার ওপর গুলি চালায় সে৷ গুরুতর আহত অবস্থায় জিটি কর্ণেল রোড থেকে ওই মহিলাকে উদ্ধার করে অন্য এক পুলিশ কর্মী৷ সেই পুলিশ কর্মীকেই সন্দীপের বিষয়ে সব কিছু জানান ওই মহিলা৷ পুলিশ জানিয়েছে, সন্দীপের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির বেশ কিছু ধারায় মামলা দায়ের করা হয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here