bengali desk on kejriwal

মহানগর ওয়েবডেস্ক: খেলাধুলা নিয়ে এবার মিলবে প্রথাগত উচ্চশিক্ষার সুযোগ। খুব শীঘ্রই দিল্লিতে তৈরি হবে দেশের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি। সম্প্রতি এমনটাই ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কেজরিওয়াল জানান, ওই বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে পড়াশোনা করা যাবে। এই জন্য দিল্লির মুন্ডকা এলাকায় ৯০ একর জায়গাও দেখা হয়েছে। এছাড়া সিবিএসই অনুমোদিত একটি স্পোর্টস স্কুলও একই সঙ্গে তৈরি করা হবে।

অরবিন্দ কেজরিওয়াল বলেন,

‘এর ফলে একজন খেলোয়াড় তাঁর প্রিয় খেলার পিছনে পুরো সময়টা দিতে পারবেন। এখান থেকে যে ডিগ্রি পাওয়া যাবে, তা নানা ধরনের কাজের ক্ষেত্রে সুবিধা দেবে। এমনকি ডিগ্রিধারী সিভিল সার্ভিস পরীক্ষাতেও বসতে পারবেন।’

প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের জন্য বৃহস্পতিবার রাজ্য ক্যাবিনেটে একটি বিল পাশ হয়েছে। কিন্তু এটি যেহেতু একটি আর্থিক বিল, সেক্ষেত্রে কেজরিওয়াল সরকারকে এবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সামনে উপস্থাপিত করতে হবে। গভর্নরের অনুমতি মিললে তাহলে বিলটি শীতকালীন অধিবেশনে উত্থাপিত করা হবে বলে জানিয়েছেন আপ প্রধান।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here