kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: পূর্বাভাস ছিলই, সে মতোই কথা রাখল নিম্নচাপ। বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টির মুখ দেখেছে দক্ষিণবঙ্গ। রবিবার থেকেই বৃষ্টি শুরু হয় রাজ্যের দক্ষিণভাগ জুড়ে। আজ বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বইছে ঝড়ো হাওয়া। সবথেকে বেশি প্রভাব পড়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১২ ঘন্টা উত্তাল থাকবে সমুদ্র।

এবছর আষাঢ় পেরিয়ে শ্রাবণ চলে এলেও বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণে। অপরদিকে গোটা উত্তরবঙ্গ জুড়ে চলা টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গ সহ গোটা উত্তরভারত বাণভাসী।

এমন সময়ে দাঁড়িয়ে রাজ্যের দক্ষিণে বর্ষার মরসুমেও দেখা মেলেনি বৃষ্টির। অবশেষে খুশির খবর দিল আবহাওয়া দফতর। শ্রাবণের শেষে এসে নিম্নচাপের জেরে ভিজছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপের জেরে এই বৃষ্টি। এই নিম্নচাপের জেরেই ভারী থেকে অতিভারী বৃষ্টির চলছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, গাঙ্গেয় উপকূলে প্রবেশ করেতেই আরও শক্তিশালী হয়ে উঠছে নিম্নচাপ। আগামী দু’দিন ধরে আরও শক্তি বাড়িয়ে দীঘা ও বালেশ্বরে উপর দিয়ে স্থল্ভাগে প্রবেশ করবে এই নিম্নচাপ। উপকূলবর্তী এলাকায় এর প্রভাবে প্রায় ৬৫ – ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। এর পাশাপাশি প্রভাবিত হবে ওড়িশা উপকূলও।

হাওয়া অফিস সূত্রের খবর, রাজ্যে অন্দরে এর প্রভাব কিছুটা কম থাকবে। সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলি থেকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে স্থানীয়দের। ৮ তারিখ অবধি মৎসজীবিদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আরও দু’দিন রাজ্যের দক্ষিণে ভারী থেকে অতিভারী বৃষ্টি জারি থাকবে। বহুজেলায় ইতিমধ্যেই চলছে ভারী বৃষ্টিপাত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here