entertainment news
Highlights

  • বাংলাদেশে ‘পাসওয়ার্ড’ ছবির প্রচারে গিয়ে দেব একটি সুসংবাদ দিয়েছিলেন
  • বাংলাদেশের দেবের প্রথম ছবির নাম ‘কমান্ডো’
  • বুধবার থেকে কলকাতাতে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং

 

মহানগর ওয়েবডেস্ক: গতবছরেই বাংলাদেশে ‘পাসওয়ার্ড’ ছবির প্রচারে গিয়ে দেব একটি সুসংবাদ দিয়েছিলেন। জানিয়েছিলেন বাংলাদেশের ছবিতে প্রথমবারের জন্য কাজ করতে চলেছেন তিনি। সেই কথামতো শুরু হয়ে গিয়েছে সেই ছবির কাজ। গতকালই জানা যায় ছবির নাম। এদিন প্রকাশ্যে এসেছে সেই ছবির পোস্টার।

বাংলাদেশের দেবের প্রথম ছবির নাম ‘কমান্ডো’। মূলত আন্ডারওয়ার্ল্ড ও র‍্যাবের একটি মিশনকে কেন্দ্র করে ছবি বানাতে দেখা যাবে পরিচালক শামীম আহমেদকে, যিনি এর আগে ‘মেন্টাল’, ‘বসগিরি’, ‘শাহেনশাহ’ ছবিগুলি পরিচালনা করেছেন। ‘কমান্ডো’ ছবির পোস্টারে দেবকে দেখা গিয়েছে ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে। বাংলাদেশের প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার প্রযোজনায় চলতি বছরের ইদ উল আজহা অর্থাৎ ইদ-উল-ফিতরে মুক্তি পাবে ‘কমান্ডো’।

বুধবার থেকে কলকাতাতে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। এরপর শ্যুটিং লোকেশনের তালিকায় রয়েছে চাঁদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, বান্দরবন-এর মতো বেশকিছু জায়গাও। যদিও করোনা ভাইরাসের আতঙ্কের জেরে থাইল্যান্ড ও ফ্রান্সের শ্যুটিং এই মুহূর্তে হবে না বলেই জানা গিয়েছে। কলকাতা ও বাংলাদেশের পর আপাতত কিছুদিনের জন্য বন্ধ থাকবে ‘কমান্ডো’ ছবির শ্যুটিং। এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী জাহারা মিতু। মডেলিং-এর পাশাপাশি বেশকিছু নাটকেও অভিনয় করতে দেখা গিয়েছিল জাহারা মিতুকে। এই মুহূর্তে তিনিও রয়েছেন কলকাতাতেই।

কলকাতা তথা পশ্চিমবঙ্গ থেকে একমাত্র দেব রয়েছেন এই ‘কমান্ডো’ ছবিতে। সূত্রের খবর, দেব ও মিতু ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন মাজনুন মিজান, ফলজুর রহমান বাবু, শিবা শানু। আগামী ১৯ মার্চ পর্যন্ত কলকাতাতে চলবে দেবের ‘কমান্ডো’ ছবির শ্যুটিং।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here