মহানগর ওয়েবডেস্ক : সুপার সাইক্লোন আমফানের জেরে সুন্দরবন তথা, কলকাতার সর্বত্র ক্ষতি হয়েছে। ভয়াবহ এই ঝড়ের তান্ডবলীলায় ভেঙে পড়েছে কিংবা উপড়ে গিয়েছে বহু গাছ। একই পরিমাণ ক্ষতি হয়েছে মেদিনীপুরের ঘাটালে। সুপার সাইক্লোনের জেরে এলাকায় ক্ষতি হয়েছে বহু গাছের। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবার নিজের সংসদীয় এলাকায় গাছ লাগানোর উদ্যোগ নিলেন সাংসদ দেব ।
গত বৃহস্পতিবার নিজের লোকসভা ঘাটালে বিশেষ বৈঠকের জন্য গিয়েছিলেন তিনি। সেখানেই গাছ লাগানোর কথা জানান তিনি। গতকাল জেলাশাসকের সঙ্গে বৈঠকে তিনি জানান ঘাটাল লোকসভা এলাকায় ৫০০০ হাজার গাছ লাগানো হবে। সেই মতো জেলাশাসকের হাতে ৫০০০ হাজার গাছের চারা নিজের হাতে তুলে দেন অভিনেতা – সাংসদ।
এছাড়াও ঘাটাল এলাকায় করোনা মোকাবিলা কিংবা পরিযায়ীদের নানান অভাব অভিযোগ নিয়ে আলোচনাও করেছেন তিনি। জেলা শাসকের সঙ্গে সমস্ত বিষয়ে দীর্ঘক্ষন বৈঠক করেন তিনি।