Highlights
- অভিনয়ের পাশাপাশি ‘টনিক’ ছবিতে সহ প্রযোজনা করছেন দেব
- ‘টনিক’ ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ সেন
- বেঙ্গল টকিজ ও দেব এণ্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারে চলতি বছরের গ্রীষ্মে মুক্তি পাবে ‘টনিক’
মহানগর ওয়েবডেস্ক: আট হোক কিংবা আশি বয়সটা শুধুমাত্র একটা সংখ্যাই। আর সেই সংখ্যার কথা চিন্তা না করে, যে কোনও বয়সের মানুষের মনের ইচ্ছায় ডানা লাগাতে পারে এমন মানুষটার নাম হল ‘টনিক’। কথা হচ্ছে দেবের আগামী সিনেমা ‘টনিক’ নিয়ে। কিছুদিন আগেই প্রকাশ্যে আসে এই ছবির পোস্টার ও সম্পূর্ণ স্টারকাস্ট। এদিন হোলির প্রাক্কালে প্রকাশ্যে এল ‘টনিক’ ছবির টিজার। বুড়োবয়সের সঙ্গী হিসাবে হাজির হচ্ছেন দেব ‘টনিক’ নামে। তবে এই ‘টনিক’ কে পান না করলেও শরীরে ও মনে দারুণ এনার্জি দিতে পারে। যার কিছুটা টিজারে দেখা গিয়েছে।
দেব এই সিনেমাতে ‘টনিক’-এর চরিত্রে। এছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, তনুশ্রী চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও সুজন মুখার্জীকে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ‘টনিক’-এর পোস্টার। সেখানে দেখা গিয়েছে দেব, পরান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অ্যাডভেঞ্চার রাইড রিভার রাফটিং করছেন। এই ছবির প্রমোশন করতে গিয়েই কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে হইচই ফেলে দেন দেব। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি বিয়ের আমন্ত্রণ পত্র শেয়ার করেন দেব।
যদিও পরবর্তীকালে তিনি জানান ওটা তাঁর কাকা অর্থাৎ ‘টনিক’ সিনেমার মুখ্য দুই চরিত্র শকুন্তলা বড়ুয়া ও পরান বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনা। পুরোটাই ছবির প্রচার কৌশল সেটা বুঝতে আর দেরি হয়নি কারোর। চলতি বছরের গ্রীষ্মে মুক্তি পাবে ‘টনিক’। অভিনয়ের পাশাপাশি এই সিনেমাতে সহ প্রযোজনা করছেন দেব। ‘টনিক’ ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ সেন। এছাড়াও এই ছবিতে সঙ্গীত পরিচালকের আসনে রয়েছেন জিৎ গাঙ্গুলি। বেঙ্গল টকিজ ও দেব এণ্টারটেইনমেন্টে ভেঞ্চার্সের ব্যানারে চলতি বছরেই মুক্তি পাবে ‘টনিক’।