ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই ওয়ানডে ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে বিশ্রাম দেওয়া নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিষাণ সিং বেদী। সাফ জানালেন, মোহালিতে ধোনির অনুপস্থিতি স্পষ্টভাবে ধরা পড়ছিল। পাশাপাশি, জানালেন, এই ভারতীয় দলের অর্ধেক অধিনায়ক ধোনিই। তাঁর মতে, চতুর্থ ওয়ানডেতে মাহির অনুপস্থিতিতে বেশ দিশেহারাই লেগেছে বিরাট কোহলিকে।
সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বেদী জানান, ‘আমার বলা উচিৎ হবে কিনা জানি না, তবে মোহালিতে ধোনির অনুপস্থিতি চোখে পড়েছে। শুধু উইকেটের পেছনে নয়, ব্যাট হাতেও। ওই এই দলের অর্ধেক অধিনায়ক।’ তিনি আরও বলেন, ‘ধোনির অবশ্যই বয়স হয়েছে। কিন্তু দলে ওকে এখনও দরকার। ওর শীতল মস্তিষ্ক দলের সকলের মধ্যে সংক্রামিত হয়। বিরাট কোহলিরও মাহিকে দরকার। ধোনিকে ছাড়া বিরাটকে বেশ দিশেহারা মনে হয়েছে। এটা দলের পক্ষে মোটেও ভালো নয়।’
বিষাণ সিং বেদীর মতে বিশ্বকাপ শুরুর আগে ভারতের এই পরীক্ষানিরীক্ষা করার কোনও দরকার নেই। ‘আমি সবসময় বর্তমানে থাকতে ভালবাসি। বিশ্বকাপ শুরু হতে এখনও আড়াই মাসের মতো বাকি। কিন্তু বিশ্বকাপের জন্য আমরা শেষ একবছর ধরে পরীক্ষানিরীক্ষা করেই চলেছি। এটা নিয়ে আমি মোটেও খুশি নই আমি’, বলেন কিংবদন্তী এই ভারতীয় স্পিনার। অন্যদিকে, বিশ্বকাপ শুরুর আগে আইপিএল খেলা নিয়েও অখুশি বিষাণ। তাঁর মতে, ‘আইপিএল খেলার সময় যে কেউ চোট পেতে পারে। সব ফ্র্যাঞ্চাইজিই চাইবে তাঁর দলের প্লেয়ার নিজের সেরাটা দিক। ফলে সেই দিক থেকে চোটের আশঙ্কা থেকেই যায়।’