Highlights |
|
|
|
মহানগর ওয়েবডেস্ক: আরও জটিল হয়ে উঠেছে মৌসুমি চ্যাটার্জি এবং ডিকি সিনহার বিবাদের বিষয়টি। অভিনেত্রীর মেয়ের মৃত্যুর পর থেকেই সম্পর্ক আরও তিক্ত হয়েছে জামাই-শাশুড়ির। গত ১৩ ডিসেম্বর মারা যান মৌসুমির কন্যা পায়েল। অভিনেত্রী অভিযোগ করেছিলেন, ডিকি সিনহা তাঁর মেয়ের ঠিকমতো খেয়াল রাখতেন না। এমনকি হাসাপাতাল থেকে আসার পরেও দেখাশুনো করেননি পায়েলের শ্বশুরবাড়ি লোকজন। তবে এবার মৌসুমি চ্যাটার্জির সমস্ত অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন ডিকি সিনহা। তিনি বলেন, ৪৫ দিন পর স্ত্রী পায়েলের অস্থি বিসর্জন করবেন তিনি। এবং এরপরেই তিনি অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেবেন বলে জানান।
ডিকি বলেন, পায়েলের যথাযথ চিকিৎসা করানো হয়েছিল এবং তিনি (মৌসুমি) যে অভিযোগ করেছেন তাতে কোনও সত্যতা নেই। হাসপাতালে ভর্তির সমস্ত কাগজপত্র রয়েছে তাঁর কাছে। ওই কাগজপত্রেই প্রমাণ রয়েছে। পায়েলের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছিল। এমনকি পায়েলকে বাড়িতে আনার পর প্রশিক্ষণপ্রাপ্ত নার্সকে দিয়ে তাঁর দেখভাল করা হয়। সুতরাং, মৌসুমি চ্যাটার্জি তাঁদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তুলেছেন তা ভিত্তিহীন এবং এখানে কোনও সত্যতা নেই।