নিজস্ব প্রতিনিধি, কেশপুর: ‘দিদিকে বলো’ কর্মসূচিতে অভিনব পন্থা নিল পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস। গ্রামের বিভিন্ন পরিবারের মহিলাদের কাছে পৌঁছতে ‘দিদিকে বলো’ লেখা চিরুনি বিলি করা হল মঙ্গলবার। তাতে ফোন নম্বর দিয়ে এই চিরুনি বিলি করা হয়েছে।
মূলত, মহিলাদের জন্য ব্যবহার করা যাবে এমন চিরুনি বিলি করা হয়েছে কেশপুরের ২ নং অঞ্চলের তোড়িয়া গ্রামে। এদিন দুপুরে গ্রামের লোকজনদের নিয়ে প্রথমে একটি সভা করা হয়। পরে গ্রামের সাধারণ মানুষদের হাতে এই চিরুনি বিলি করেন তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি সঞ্জয় পান, পঞ্চায়েত সমিতির সভা পতি শুভ্রা দে-সহ বিভিন্ন নেতা কর্মীরা।
কয়েকদিন আগেও একই ভাবে ‘দিদিকে বলো’ লেখা টর্চ বিলি করা হয়েছিল গ্রামবাসীদের মধ্যে। এবার চিরুনি দিয়ে নজরকাড়ার চেষ্টা। সঞ্জয় পান বলেন, গ্রামবাসীদের কার্ড দিলে তা পরে হারিয়ে বা দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তা ছাড়া তা নেওয়ার খুব একটা অগ্রহ মানুষের থাকে না। কিন্তু এই সব নিত্য ব্যবহার্য জিনিস দিলে তা ব্যবহারের জন্য অনেকেই নিতে আসে। তা যত্ন করে রাখবে। ব্যবহার করতে গেলেই দিদি-র কথা মনে রাখবে।