নিজস্ব প্রতিবেদক, হাওড়া: ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং-এর বিজেপিতে যোগদান প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘যারা এই দলে থেকে কামাতে পারছেন না তারাই বিজেপিতে যোগ দিচ্ছেন কামানোর উদ্দেশ্যে।’ রাজ্যের শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হাওড়ার একটি সাংগঠনিক কাজে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যারা কামাতে পারছেন না তারা যদি বিজেপিতে যোগদান করেন তাহলে পার্থবাবু কি কামাতে পারছেন বলেই তৃণমূলে বসে রয়েছেন?
এর পাশাপাশি তৃণমূলকে কোণঠাসা করতে দিলীপ বাবু বলেন, এক সময় তৃণমূলের যে সব সদস্যরা সম্পদ ছিল আজ তারা বিজেপিতে যোগ দিচ্ছেন। আর তৃণমূলের বর্তমানের যা অবস্থা তা পার্থবাবুর থেকে ভালো ভাবে কেউ জানেন না। লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার জন্য উপযুক্ত লোক পাচ্ছেন না সেই জন্য ধরে ধরে নাবালকদের প্রার্থী করতে হচ্ছে।
এর পাশাপাশি অর্জুন সিং গ্রেফতার হতে পারেন কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ বাবু বলেন, ‘এর উত্তর ওনারাই জানেন। আমরা জানি না। তবে গোটা বিষয়টি নজর রাখছে নির্বাচন কমিশন।’